ক্রিকেট
হাথুরুসিংহের পরিকল্পনা ভুলে গেছে বাংলাদেশ: মাশরাফি

ঢাকা: গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের পরই বাংলাদেশের কোচের পদ ছেড়ে দেন চন্ডিকা হাথুরুসিংহে। নিজ দেশ শ্রীলংকার কোচের দায়িত্ব নেন তিনি। তাই বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজটি হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট। ইতোমধ্যে জিম্বাবুয়ের কাছে হেরে নিজ দায়িত্ব শুরু করেন হাথুরু। তবে আগামীকাল ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে হাথুরুর সাবেক দল বাংলাদেশের মুখোমুখি হচ্ছে শ্রীলংকা। তাই স্বাভাবিকভাবে বাংলাদেশের বিপক্ষ হিসেবে হাথুরুসিংহকেই বলা হচ্ছে।