জাতীয়
হামলাকারীর পরিচয় মিলেছে

সিলেট: শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম ফয়জুর রহমান ওরফে ফয়জুল (২৪)।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা ফয়জুর রহমান। তার মূল বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে।
এলাকাবাসী জানিয়েছে, ফয়জুল মাদ্রাসা শিক্ষার্থী বলে এলাকায় পরিচয় দিতেন। তবে কোন মাদ্রাসায় পড়তেন এ বিষয়ে এলাকার কেউ জানাতে পারেননি। ফয়জুলের বাবা মাওলানা হাফিজুর রহমান সিলেট-সুনামগঞ্জ সড়কের পার্শ্ববর্তী টুকেরবাজারে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।
নতুন বার্তা/এমআর