ঢাকার বাইরে
৪ বছর হিমঘরে থাকার পর কবর পাচ্ছে নীপার লাশ

ঢাকা: দীর্ঘ ৪ বছর হিম ঘরে থাকা হিন্দু থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হওয়া নীলফামারীর হোসনে আরা লাইজুর (নীপা রানী রায়) লাশ ইসলামিক রীতি অনুযায়ী দাফন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি হোসনে আরা লাইজুর দাফনের পূর্বে তার পরিবারকে দেখার সুযোগ করে দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।