দৈনিক ভালো খবর
৭০ বছর পর বাংলাদেশ-ভারতে পর্যটকবাহী জাহাজ চালু

ভ্রমণপিপাসুদের জন্য ঢাকা-কলকাতা-ঢাকা রুটে জাহাজ সেবা উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘৭০ বছর ধরে ভারতের সঙ্গে আমাদের নৌপথে পর্যটকবাহী ক্রুজ শিপ বন্ধ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে আবারও দুই দেশের নৌপথে যাত্রীদের জাহাজে সেবা দেওয়া শুরু হলো। তাই আজকের দিনটি মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে নৌপথে নতুন দিগন্ত রচনা হলো।’ শুক্রবার (২৯ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের পাগলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মেরি এন্ডারসন ভিআইপি জেটিতে তিনি এসব বলেন।
বিআইডব্লিউটিসি’র নিজস্ব অত্যাধুনিক জাহাজ এম.ভি. মধুমতি শুক্রবার রাত ৮টায় ৮০ জন যাত্রী ও কেবিন ক্রুসহ ১২০ জনকে নিয়ে মেরি এন্ডারসন ঘাট থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যায়। এই নৌযানে চড়ে যাত্রীরা সুন্দরবনসহ দক্ষিণ বাংলার অপার সৌন্দর্য উপভোগ করে কলকাতায় পৌঁছাবেন।