রাজনীতি
৮ ভাগ ভোটও পাবে না আওয়ামী লীগ: ফখরুল

ঢাকা: নির্বাচন নিরপেক্ষ হলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আট ভাগ ভোটও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার নয়াপল্টনে আয়োজিত ‘পুস্তক প্রদর্শনী, পাঠক আইডি কার্ড বিতরণ ও বই সংগ্রহ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শনিবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এ দেশের আশি ভাগ লোক বিএনপির নেতিবাচক রাজনীতি অপছন্দ করে। অথচ তারা ৮০ ভাগ ভোট পাওয়ার কথা বলছে। মূলত, আগামী নির্বাচনে তারা ৮ ভাগ ভোট পাবে।
ওবায়দুল কাদের সেই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট দিচ্ছেন না কেন? নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দেন, দেখা যাক কে কত ভোট পায়। আপনারা পেলে আপনারা আছেন, আমরা পেলে আমরা, না হলে নাই। সেভাবে তো দেবেন না।
কারণ আপনরা জানেন, নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিলে ওই ৮ পার্সেন্টেও থাকবেন না।ফখরুল বলেন, এরা সহজে নির্বাচন করবে না। কারণ, এরা জানে যে, নিরপেক্ষ সরকারের অধীনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, এরা কোনো দিনও ক্ষমতায় আসতে পারবে না। আর ক্ষমতায় আসতে না পারলে এদের যে কী হাল হবে, এ দেশের জনগণ খুব ভাল করে জানে।
নতুন বার্তা/কেকে