বাংলাদেশের রাজনৈতিক দলবাণিজ্য বার্তা
শেখ রাসেলের জন্মদিনে মহানগর দক্ষিন যুবলীগের আলোচনা সভা

বঙ্গবন্ধুর সর্ব কনিষ্ঠ সন্তান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৪ তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের মাজারে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেছেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ৮ টায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে এক আলোচনা সভার আয়োজন করে যুবলীগ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশিদ।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরো উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা, মজিবুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা সম্পাদক মিজানুর রহমান মিজু, মহানগর দক্ষিনের সহ সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, মুহাম্মদ মাহবুবর রহমান পলাশ, মোরছালিন আহম্মেদ, খোরশেদ আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ।