Tue, 11 Jul, 2017 03:40:12 PM ![]() চট্টগ্রাম প্রতিবেদক নতুন বার্তা ডটকম
চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় লোহাগাড়া উপজেলার বরহাতিয়া হরিদাঘোনায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। প্যারাসুটের সহায়তায় লাফিয়ে পড়ে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বিমানের পাইলট।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানিয়েছে, ২ জনকে প্যারাসুট দিয়ে নিচে নামতে দেখা গেছে। লোহাগড়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিরাশ দাস সাগর জানান, উদ্ধার অভিযান এখনো চলছে এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
নতুন বার্তা/এমআর
আরো খবর
|
সর্বশেষ সংবাদ
|