Thu, 20 Apr, 2017 11:51:06 PM নতুন বার্তা ডেস্ক
মুম্বাই: আবারও লাইমলাইটে শ্রীদেবী কন্যা৷ শ্রীদেবী-বনি কন্যা ইতোমধ্যেই কাঁপিয়ে দিয়েছেন বি-টাউন৷ তার প্রতিটি পদক্ষেপই আলোড়ন ফেলে দেয়৷ বন্ধুদের সঙ্গে পার্টি হোক কিংবা পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া, সবসময়ই জাহ্নবি হিট তার ভক্তদের মাঝে৷
অনুশকা রাজনের বিয়ের অনুষ্ঠানে সাদা গাউনে নজর কেড়েছিলেন তিনি৷ সাদা রংয়ের অফ শোল্ডার গাউনে এই বিয়ের অনুষ্ঠানে তিনিই যেন ছিলেন সেরার সেরা৷ আর সেই অনুষ্ঠানের ভিডিওই ভাইরাল হল সোশ্যাল সাইটে৷ ইন্সটাগ্রামে তার ভক্তদেরকে তার বলিউড ঠুমকায় তিনি মোহিত করে রেখেছেন৷
নতুন বার্তা/এমআর
আরো খবর
|
সর্বশেষ সংবাদ
|