Fri, 21 Apr, 2017 10:12:11 AM ![]() নতুন বার্তা ডেস্ক
মুম্বাই: ক্রিকেট কেরিয়ারে অনেক বড় পালক তার মুকুটে উঠেছিল। কিন্তু কখনই সচিন তেন্ডুলকর তা নিয়ে বাড়তি আবেগ প্রকাশ করেননি। কারন এটা তার চরিত্রবিরোধী। তার উত্তরে মাস্টার ব্লাস্টার টুইটে লিখলেন...জীবনে যদি হার না থাকে তাহলে কেউ কোনওদিন জিততে শিখবে না। এমনকী লড়াই করতেও শিখবে না। তাই শাহরুখ তোমার শুভেচ্ছা আমার মন ছুঁয়ে গেছে। বাস্তবের দুই মঞ্চের দুই তারকার টুইট মন ছুঁয়েছে গোটা দেশেরও। পিছিয়ে না থেকে রজনীকান্তও তাই সচিনকে বলেছেন, ইশ্বর মহান ক্রিকেটারকে আশীর্বাদ করুক। ক্রিকেট কেরিয়ারের মতন সারাদেশের মানুষের কাছেও যেন তার বায়োপিক সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে।সব জগতেই সচিন প্রেরনা । সেটা ক্রীড়াআঙিনা বা সেলুয়েড যাই হোক না কেন । নতুন বার্তা/এমআর
আরো খবর
|
সর্বশেষ সংবাদ
|