Thu, 20 Apr, 2017 03:11:42 PM ![]() রাজবাড়ী প্রতিনিধি নতুন বার্তা ডটকম
রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় নবনির্মিত পাকা ঘরের দেয়ালে মোটর (পাম্প) দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নজরুল ইসলাম খান ওরফে নজু (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পাংশা থানার অফিসার ইনচার্জ মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নতুন বার্তা/ওএফএস আরো খবর
|
সর্বশেষ সংবাদ
|