Sun, 19 Mar, 2017 06:15:07 PM ![]() নতুন বার্তা ডেস্ক
ঢাকা: চলছে সারা দেশব্যাপী ভিন্ন রকমের এক বাজি, খাঁটি বাংলা বাজি ভিনদেশী কোনো ভাষা ব্যবহার না করে একটানা খাঁটি বাংলা ভাষায় কথা বলে এবং অন্য বন্ধুদের বাজি ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার এক অনন্য বাজি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থা ডিজিডট লিমিটেড এর উদ্যোগে এই প্রচারণা শুরু হয় ২১শে ফেব্রুয়ারি একটি ভিডিও বার্তার মাধ্যমে। ভিডিও বার্তাটিতে ফেসবুক ব্যবহারকারীদের একটানা খাঁটি বাংলা ভাষায় কথা বলতে এবং অন্যান্যদের খাঁটি বাংলা ভাষায় কথা বলার বাজি ধরতে উৎসাহিত করা হয় এবং হ্যাস ট্যাগ #খাঁটি-বাংলা-বাজি লিখে তা ফেসবুক এ ছড়িয়ে দেয়ার আমন্ত্রণ জানানো হয়। এই উদ্যোগ এর মূল লক্ষ্য ছিল ইংরেজি বা হিন্দি মিশ্রিত বাংলা ব্যবহারে শুদ্ধ বাংলা ভুলে যাবার যে আশংকা তাকে খেলার ছলে প্রতিরোধ করা।
আরো খবর
|
সর্বশেষ সংবাদ
|