রাজনীতি
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করতে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে রাত ৮টায় শুরু হয় মনোনয়ন বোর্ডের সভা। সভা শেষে দলীয় প্রার্থী হিসেবে বিজিএমই-এর সাবেক সভাপতি আতিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়নের জন্য গত শনি, রবি, ও সোমবার দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামসহ সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবালসহ ১৮ জন মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
নতুন বার্তা/এমআর