শিক্ষাঙ্গন
আটকদের না ছাড়লে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে

ঢাবি: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার এবং গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি না দেয়া পর্যন্ত ছাত্র ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেবির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান একথা জানান।
তিনি বলেন, গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি না দিলে এবং হামলাকারী পুলিশ সদস্যদের বিচার না করলে বিকেল থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।