রাজধানী
ইজতেমার ইতিহাসে প্রথম বাংলাতে হেদায়াতি বয়ান ও মোনাজাত হবে

ঢাকা: ইজতেমা প্রাঙ্গণে তিল ধারণের জায়গা নেই। তারপরও টঙ্গীর তুরাগ তীর অভিমুখে মুসল্লিরা আসছেন স্রোতের মতো। আজ আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে তাবলিগ জামাত আয়োজিত ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপার্শ্বে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। এ মোনাজাতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ মুসল্লি অংশ নিবেন বলে ইজতেমার আয়োজকরা ধারণা করছেন। মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ যোবায়ের। তিনি মোনাজাত করবেন বাংলায়। মোনাজাতের আগে হেদায়াতি বয়ানও হবে বাংলায়। বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম বাংলাতে হেদায়াতি বয়ান ও মোনাজাত হচ্ছে বলে জানিয়েছেন ইজতেমা সংশ্লিষ্টরা।