বিদেশ
ইলন মাস্ক ঘোষনা করলো কে হবে নতুন রকেটের যাত্রী?

ঢাকা: ইলন মাস্ক এবং তার রকেট কোম্পানী, স্পেসএক্স চাঁদের দেশে ইউসাকু মেসাওয়া নামে একজন ব্যাক্তি কে যাত্রী হিসাবে পাঠানোর পরিকল্পনা করেছে।
ইউসাাকু মেসাওয়া জাপানী উদ্যোক্তা এবং শিল্প সংগ্রাহক।
ইউসাকু মেসাওয়া স্পেসশিপে সব আসন কিনে নিয়েছেন। এবং ২০২৩ সালে তার সাথে ভ্রমণের জন্য বিভিন্ন বিভাগ থেকে ছয় থেকে আট শিল্পী নির্বাচন করার পরিকল্পনা করছেন।
মেসাওয়া চাঁদের ফ্লাইটের জন্য কত টাকা দিয়েছে, এই বিষয়ে কিছু জানানি ইলন মাস্ক।
উল্লেখ্য, গত বছর ইলন মাস্ক নতুন মহাকাশযানের পরিকল্পনা প্রকাশ করে বলেছিলেন যে তিনি স্পেসএক্স কে চাঁদ, উপনিবেশ মঙ্গল গ্রহের ভিত্তি গড়ে তুলতে এবং এক ঘণ্টার মধ্যে পৃথিবীর যেকোনো স্থানে বাণিজ্যিক ভ্রমণ সক্ষম করতে পারবেন।