বিনোদনহোমপেজ স্লাইড ছবি
ঈদে মুক্তি পাওয়া যত জনপ্রিয় গান

মৃন্ময়ী মোহনা: এই ঈদে মুক্তি পায় বিভিন্ন শিল্পীর গান এবং মিউজিক ভিডিও। যার মধ্যে বেশ কয়েকটিকে দর্শক নিয়ে নিয়েছে পছন্দের তালিকায়। এছাড়া এই ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর কিছু গানও এবার দর্শকরা পছন্দ করেছে ৷
এবার ঈদের অন্যতম হিট সিনেমা শাকিব-বুবলীর পাসওয়ার্ড। এই সিনেমার ট্রেলার প্রকাশের পরপরই ‘ঈদ মোবারক’ গানটি ইউটিউবে আসে। ওপার বাংলার শিল্পী আকাশের গাওয়া এ গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। ঈদ উপলক্ষ করে নির্মিত গানটি দর্শক লুফে নেয়। ইউটিউব লিংক: https://youtu.be/h_HvCWQVzaw
এবারের ঈদের অন্যতম সেরা মিউজিক ভিডিও ‘Indalo 1996’.১৯৯৬ সালে দুই কিংবদন্তীতুল্য ব্যান্ড এল.আর.বি এবং আর্ক-এর দুটি গান যথাক্রমে ‘কিছুই চাইবো না ‘ ও ‘সুইটি তুমি আর কেঁদো না’ গান দুটি প্রকাশ পায়। সেই দুটি গানকে নতুন করে গাওয়া হয় এবার। সংগীতপ্রেমীরাও লুফে নেয় এই বিশেষ ‘ট্রিবিউট সং’-টি। ইউটিউবের ভিউই বলে দেয় এটি দর্শকদের জন্য ছিলো সেরা ঈদ উপহার। ইউটিউব লিংক: https://youtu.be/BG4paQ2CdiY
বাংলাদেশের তরুণ সঙ্গীতপ্রেমীদের কাছে ‘অর্ণব’ একটি ভালোবাসার নাম, একটি আবেগের নাম। এই ঈদে অর্ণবের ‘কী হলে কী হতো’ গানটি মুক্তি পায়। গানের সুর এবং কথা বরবারের মতো সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করেছে। তবে, গানটির দৃশ্যায়নেও ছিলো চমক। এপার বাংলার মিথিলা এবং ওপার বাংলার সৃজিতের উপস্থিতি গানটিকে নিয়ে গেছে অনন্য মাত্রায়।
ইউটিউব লিংক: https://youtu.be/2vLG8RGTfMw
এবার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা শাকিব-ববির ‘নোলক।’ এই সিনেমারই ‘শীতল পাটি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। আসিফের কণ্ঠে গাওয়া গানটিতে বাংলার শিল্প-সংস্কৃতি তুলে ধরা হয়েছে। শাকিব ও ববির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাবলীল নাচের জন্য গানটি আরও গ্রহণযোগ্যতা পায়। ইউটিউব লিংক: https://youtu.be/QxozHI5JA8c
শাকিব বুবলি অভিনীত পাসওয়ার্ড সিনেমার আরেকটি গান ঈদে জনপ্রিয়তা পায়। ‘পাগল মন’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার অশোক সিং। আগুন-দিলরুবা খানের ‘পাগল মন’ ছবির গানটি থেকে নেওয়া মুখরা এবং নতুন অন্তরায় গানটি তৈরি করা হয়েছে। যদিও শিল্পী নির্বাচনের ক্ষেত্রে অনেক দর্শকশ্রোতাই আগুন বা হাবীবকে আশা করেছিলো, তবে অন্য শিল্পীর গায়কীও অনেক দর্শকশ্রোতার মনে সাড়া ফেলেছে।
ইউটিউব লিংক: https://youtu.be/QR9Lyub6j30