দৈনিক ভালো খবর
একজন গাছ বন্ধুর গল্প

২০১৮ সালের জুলাই মাস থেকে গাছের পেরেক তুলতে শুরু করেছেন যশোরে ওয়াহিদ সরদার। যশোর, ঝিনাইদহ, খুলনা তিনটি জেলার বিভিন্ন রাস্তার ধারে থাকা গাছ থেকে সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন ইত্যাদির পেরেক অপসারণ করে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত প্রায় ৫০০ কিলোমিটার এলাকার বিভিন্ন রাস্তার গাছ থেকে ১২৭ কেজিরও বেশি পেরেক তুলেছেন তিনি। কিন্তু কেন এই কাজ করে যাচ্ছেন তিনি?
ওয়াহিদ সরদার বলেন- “গাছকে আমি অনেক ভালোবাসি, পেরেকের কারণে গাছ নিরাপত্তাহীনতায় ভুগছে, পেরেকের কাঁটার আঘাতে গাছ মারা যাচ্ছে। বিজ্ঞানীরা বলেছেন, গাছের জীবন আছে, যেহেতু গাছের জীবন আছে তার মানে তার যন্ত্রণা, বেদনাও আছে। এ জন্য আমি এ কাজটি করছি।”
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত নিজ খরচে প্রায় ৩০ হাজার গাছ লাগিয়েছেন ওয়াহিদ সরদার। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। কিন্তু গাছের জীবন, বেড়ে ওঠা ও জীবন বৈচিত্র্য নিয়ে তার রয়েছে সুস্পষ্ট ধারণা। গাছের গায়ে পেরেক মারা এবং পোষ্টার বিলবোর্ড লাগানোর কারণে তার ক্ষোভ সমাজের শিক্ষিত এবং উচ্চ শ্রেনীর মানুষের উপর।