খেলা
এশিয়া কাপ ! কবে কোথায় কখন?

নিজস্ব প্রতিবেদকঃ আজ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আসরটি সব মিলিয়ে ১৪তম আসর হলেও, ওয়ানডে ফরম্যাটের ১৩তম আসর এটি। এর আগের ১৩টি আসরে অংশ নিয়েছে সর্বমোট ৭টি দেশ। যার ছয়টি দল রয়েছে এবারও। আগেই নিশ্চিত ছিলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তানের অংশগ্রহণ। বাছাইপর্ব পেরিয়ে ষষ্ঠ দল হিসেবে টিকিট পেয়েছে হংকং। এই এশিয়া কাপ নিয়ে ক্রিকেট অনুরাগীদের উত্তেজনার কমতি নেই। তাই আসুন জেনে নেই আসন্ন এশিয়া কাপের সময় সূচি।
এশিয়া কাপের সূচি (সব খেলাই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়)
গ্রুপ পর্ব
১৫ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)
১৬ সেপ্টেম্বর- পাকিস্তান বনাম হংকং (দুবাই)
১৭ সেপ্টেম্বর- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৮ সেপ্টেম্বর- ভারত বনাম হংকং (দুবাই)
১৯ সেপ্টেম্বর- ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২০ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)
সুপার ফোর
২১ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি রানার্সআপ (দুবাই)
২১ সেপ্টেম্বর- গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-এ রানার্সআপ (আবুধাবি)
২৩ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম-গ্রুপ-এ রানার্সআপ (দুবাই)
২৩ সেপ্টেম্বর- গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম-গ্রুপ-বি রানার্সআপ (আবুধাবি)
২৫ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি চ্যাম্পিয়ন (দুবাই)
২৬ সেপ্টেম্বর- গ্রুপ-এ রানার্সআপ বনাম গ্রুপ-বি রানার্সআপ (আবুধাবি)
ফাইনাল
২৮ সেপ্টেম্বর (দুবাই)
এশিয়া কাপের সব গুলো ম্যাচ সরাসরি দেখাবে
মাছরাঙ্গা টেলিভিশন , গাজী টেলিভিশন , বাংলাদেশ টেলিভিশন।