বাণিজ্য বার্তা
এসএমসি’র সাথে কর্পোরেট অ্যাফেয়ার্স পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হল মাস্টহেড পিআর

সেপ্টেম্বর ৬, ২০১৮, ঢাকা: দেশের অন্যতম বৃহৎ কোম্পানি ও সরকারের সবচেয়ে সফল পার্টনার
সোস্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) এবং দেশের অন্যতম প্রসিদ্ধ পাবলিক রিলেশন
এজেন্সি মাস্টহেড পিআর চুক্তিবদ্ধ হয়েছে।
চুক্তি অনুযায়ী মাস্টহেড পিআর এসএমসিকে এক্সক্লুসিভ পিআর প্ল্যানিং এবং কর্পোরেট
অ্যাফেয়ার্স সল্যুশন দিতে যাচ্ছে। সম্প্রতি এসএমসি এবং মাস্টহেড পিআর এর চুক্তি
অনুষ্ঠানটি এসএমসি এর প্রধান কার্যালয়ে সম্পন্ন হয়। এসএমসি এর সিএফএ সফি উদ্দিন
আহমেদ এফসিএ এবং মাস্টহেড পিআর এর এক্সিকিউটিভ ডিরেক্টর সালমা আদিল তাদের নিজ নিজ
প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে সাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি এর
ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো: আলী রেজা খান ও মাস্টহেড পিআর এর ডিরেক্টর প্ল্যানিং রাশেদুল
মজিদ মামুনসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।