খেলা
ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন রাজশাহী

ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিভাগ। শেষ রাউন্ডে বরিশাল বিভাগকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে তারা।
ছয় ম্যাচে দুই জয় ও চার ড্রয়ে ৩৪.৮১ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের শীর্ষে আছে রাজশাহী। ২১.০৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা রংপুর শেষ রাউন্ডে খুলনার বিপক্ষে জিতলেও রাজশাহীকে টপকাতে পারবে না। জয়ের জন্য আবার শেষ দুই সেশনে রংপুরকে করতে হবে ২৯৫ রান।
২০১১-১২ মৌসুমের পর প্রথমবারের মতো জাতীয় লিগের শিরোপা জিতল রাজশাহী। সব মিলিয়ে এটি তাদের ষষ্ঠ শিরোপা। সবচেয়ে বেশি ছয়বার শিরোপা জেতা খুলনাকে ছুঁয়ে ফেলল তারা। শেষ তিন আসরেই শিরোপা জিতেছিল খুলনা।
জয়ের জন্য বৃহস্পতিবার শেষ দিনে রাজশাহীর দরকার ছিল মাত্র ১০২ রান, হাতে ৮ উইকেট। ২৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনেই ২ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে ফেলেছিল তারা।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল ১ম ইনিংস: ৯৭ ও ২য় ইনিংস: ৩৪৬
রাজশাহী ১ম ইনিংস: ১৬০ ও ২য় ইনিংস: (লক্ষ্য ২৮৪) ২৮৪/৪