জাতীয়হেলথ টিপসহোমপেজ স্লাইড ছবি
করোনা ভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মানুষের বিজয়ের গল্প

রাফিউজ্জামান সিফাত: চায়নায় করোনা ভাইরাস থেকে রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরছে, রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার আনন্দে বিভোর, চিকিৎসকরা আনন্দে বিজয় চিহ্ন দেখাচ্ছে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তাই উহানের দুটি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। উহান সেই শহর যেখান থেকে করোনা ছড়িয়েছিল।

উল্লেখ্য চীন করনার সবচাইতে বেশী আক্রান্ত হয়েছিল পায় আশি হাজারের অধিক মানুষ, করোনায় যত মানুষ মারা গিয়েছে অধিকাংশ চায়নার, সংখ্যাটা তিনহাজারের অধিক। সেই চায়না করোনা বিস্তার ঠেকাতে তার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। হাজার হাজার চাইনিজ ডাক্তার, নার্স, সরকারী কর্মকর্তাগণ, ভলান্টিয়ার কেবলমাত্র দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্বশীলতার জায়গা থেকে চায়নার এই মহাবিপদে এগিয়ে এসেছিল।

চায়না সফল হচ্ছে। প্রতিহত হচ্ছে ভাইরাস। হেরে যাচ্ছে করোনা। সফল হচ্ছে মানুষ। মানবতা। এই ছবিগুলো আশাবাদের, এই ছবিগুলো মহামারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ মানুষের বিজয়ের গল্প। ছবিগুলো ছড়িয়ে পড়ুক, ভয় মুক্ত হোক, আশাবাদ জেগে উঠুক।