বাণিজ্য বার্তা
কাস্টমস বিভাগের আধুনিকায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশের বাণিজ্য সহজীকরণের উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস বিভাগের আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ প্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় জাতীয় রাজস্ব বোর্ড আমদানি-রপ্তানি বাণিজ্যে Customs Website, National Enquiry Point (NEP), Advance Ruling, Customs E-Auction, Post Clearance Audit (PCA), ইত্যাদি ইতোমধ্যে বাস্তবায়ন করেছে এবং Expedited Shipment, Risk Management I Pre-Arrival Processing (PAP) সহ অন্যান্য কম্পোনেন্ট বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সে লক্ষ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে উক্ত কম্পোনেন্ট সমূহের বিষয়ে দিনব্যাপী একটি সচেতনতামূলক কর্মশালা ০৭ ফেব্রয়ারি ২০১৯, সকাল ১০.০০ টায়, হোটেল লেকশোর, ঢাকা এর লা ভিটা হলে অনুষ্ঠিত হয়।
জনাব খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, সদস্য (কাস্টমসঃ নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য), জাতীয় রাজস্ব বোর্ড উক্ত কর্মশালাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে ইউএসএআইডি বাংলাদেশ -এর প্রাইভেট এন্টারপ্রাইজ অফিসার, মি. পিটার গোথিয়ার এবং ইউএসএআইডি- বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাক্টিভিটি -এর সম্মানিত টীম লিডার জনাব মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। জনাব আব্দুল মান্নান শিকদার, কমিশনার, ঢাকা কাস্টম হাউজ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।
ইউএসএআইডি- বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাক্টিভিটি -এর সম্মানিত টীম লিডার জনাব মোঃ নাসির উদ্দিন কাস্টমস বিভাগের আধুনিকায়নে বাস্তবায়িত ও বাস্তবায়াধীন বিভিন্ন কম্পোনেন্ট এর উপরে পাওয়ার পয়েন্ট প্রেজেনেটশন পরিবেশন করেন।