ভিন্ন খবর
কুকুর, বিড়ালের কান্নাকেঅমঙ্গল বলে কেন?

বহু কিছু নিয়েই বিভিন্ন বিশ্বাস প্রচলিত রয়েছে অনেকের মধ্যে৷ সন্ধেবেলায় মেয়েদের চুল বাঁধা উচিত নয় থেকে সিঁদুর হাত থেকে মাটিতে পড়ে গেলে অশুভ, কত কিছুই না রয়েছে তালিকায়৷ তেমনই আরেক বিশ্বাস হল কুকুর, বিড়ালের কান্না নাকি অমঙ্গল ডেকে আনে৷ অনেকের মনেই এই বিশ্বাস জোরালো ভাবে বসে থাকলেও কখনও কি একবারও মনে হয়নি কেন এমন বলা হয়?
কুকুর, বিড়াল কাঁদলে সামনাসামনি তাকে দেখতে পেলে অনেকেই এদের তাড়িয়ে দিয়ে কান্না বন্ধ করার চেষ্টা করে থাকে৷ কিন্তু এদের কান্নাকে অমঙ্গল কেন বলে তারও কিন্তু যুক্তি শোনা যায়৷ কি সেই যুক্তি?