বিনোদন
ক্যাটরিনার ‘জিরো’ তে নতুন হিরো!

মুম্বাই: জিরো সিনেমার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে জোরকদমে ৷ আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে রয়েছেন টেনাশিয়াস ট্রায়ো, শাহরুখ, ক্যাটরিনা ও অনুষ্কা ৷ কিছুটা জব তক হ্যায় জান ছবির মতোই৷ অফ স্ক্রিন হোক বা অন স্ক্রিন যেখানে কিং খান থাকবেন, সেখানে রোম্যান্স থাকবেনা তা কি কখনও সম্ভব?
কিন্তু এই ছবিতে রোম্যান্স থাকলেও তাতে রয়েছে ট্যুইস্ট! ওয়ান অফ দ্য বিগেস্ট আপকামিং প্রজেক্ট জিরোতে ক্যাটরিনা রোম্যান্স করবেন এক অন্য অভিনেতার সঙ্গে ৷ এই অভিনেতার সঙ্গে আগেও অভিনয় করেছেন ক্যাটরিনা, কিন্তু রোম্যান্সের সুযোগ হয়নি কখনও ৷ কথা হচ্ছে অভয় দেওলের ৷