দৈনিক ভালো খবর
ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য সুসংবাদ

ক্যানসার চিকিৎসার ব্যয় অনেকে। শুধু চিকিৎসা ব্যয়ই নয় ক্যানসারের ওষুধের খরচও অনেক। তবে ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য সুসংবাদ হলো কলকাতার বাজারে বেশ কয়েকটি ক্যানসার ওষুধের দাম কমেছে। বাংলাদেশ থেকে এখন অনেক মানুষ কলকাতায় চিকিৎসা গ্রহণ করছেন। এই চিকিৎসার ব্যয় নেহাত কম নয়।
ওষুধের দাম কমার এই ঘোষণা আসবে। ঘোষণা কার্যকারের পর ওষুধের গায়ে লেখা এম আর পি (ম্যাক্সিমাম রিটেল প্রাইস) সর্বনিম্ন ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত কমে যাবে।
কেন্দ্রীয় সরকারের রাসায়নিক এবং সার মন্ত্রকের অধীন দি ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) সূত্রে জানা গেছে, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই ক্যানসারের বেশ কয়েকটি নন শিডিউল ওষুধের ক্ষেত্রে নতুন এই দাম কার্যকর হয়েছে।