ট্রেন্ডিং খবরবিনোদন
ক্যাপ্টেন আমেরিকা কে বিদায় জানালেন ক্রিস ইভানস!

অভিনেতা ক্রিস ইভানস ক্যাপ্টেন আমেরিকা’র চরিত্র থেকে বিদায় নিলেন । ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার’ থেকে শুরু করে সিরিজের ১০টি ছবিতে অভিনয় করেছেন তিনি। মারভেল মুভিজের ২২তম ছবি ‘অ্যাভেঞ্জারস ফোর’-এর মধ্য দিয়ে এ সিরিজ থেকে বিদায় নিচ্ছেন তিনি। গত বৃহস্পতিবার মাইক্রো ব্লগ টুইটারে একটি পোস্ট লিখে ক্যাপ্টেন আমেরিকা চরিত্র থেকে নিজের বিদায়ের খবর জানান ইভানস। টুইটারে তিনি লিখেছেন, ‘আনুষ্ঠানিকভাবে “অ্যাভেঞ্জারস ফোর” শেষ। পুরোনো দিনগুলো ভীষণ আবেগপূর্ণ। ক্যামেরার সামনে-পেছনের যত মানুষ এবং দর্শক, সবাইকে ধন্যবাদ স্মৃতিগুলোর জন্য। আন্তরিক কৃতজ্ঞতা।’
উল্লেখ্য, ক্ক্যাপ্টেন অ্যামেরিকা চরিত্র থেকে ইভানসের বিদায় নেওয়ার ঘটনা বিস্ময়কর কিছু নয়। আগেই বলেছিলেন তিনি, ‘কেউ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগেই নিজে থেকে বের হয়ে যাওয়া উত্তম।’