শিক্ষাঙ্গন
ক্যাম্পাস এখন শান্ত

ঢাকা: রাতভর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তাল ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ক্যাম্পাস। কখনও আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ আবার কখনও পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ছে কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা। উভয়পক্ষে আহত হন অনেকে।
ক্যাম্পাসে বিভিন্ন স্থানে আগুন দিয়ে চলে শিক্ষার্থীদের প্রতিবাদ। একইসাথে চলে কোটা সংস্কার চেয়ে স্লোগান।
থেমে থেমে চলে সংঘর্ষ। হামলা থেকে রেহাই পায়নি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনও। সেখানে ব্যাপক ভাঙচুর ও তছনছ চালানো হয়।
এরমাঝেই শিক্ষার্থীদের শান্ত করতে ক্যাম্পাসে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। আন্দোলনকারীদের সাথে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দেন তিনি। জানান, এই সমস্যা