প্রযুক্তি
ক্যাসিও’র পানিরোধক স্মার্ট ঘড়ি

স্মার্ট ওয়াচ যতই আধুনিক হোক না কেন জাপানি ক্যাসিওর স্মৃতি ভুলতে পারেন না অনেকেই। যুগের পরিবর্তনে ক্যাসিও এখন আরও আধুনিক হচ্ছে। অন্যান্য ঘড়ি প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে ক্যাসিও এখন তৈরি করছে স্মার্ট ঘড়ি। সম্প্রতি তারা পানিরোধক একটি স্মার্ট ঘড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে। খবর এনডিটিভির।