ভুয়া ওয়েবসাইট বা বিপজ্জনক ডোমেইন চিহ্নিত করতে প্রয়োজনীয় কাজ শুরু করেছে গুগল। এতে ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত হবে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করে তাদের সব তথ্য হাতিয়ে নেয়। অনেক ওয়েবসাইট আছে যেগুলো বিখ্যাত কিংবা সুপরিচিত সাইটের মতো করে বানানো। নামও অনেকটা কাছাকাছি।এসব ভুয়া সাইট বিখ্যাত সাইটগুলোর সুনাম নষ্ট করে ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করে। মূলত এ কাজটিই বন্ধ করতে চাইছে গুগল। প্রতিষ্ঠানটি এ কাজে গুগল ক্রোম ব্যবহার করবে। ব্যবহারকারীরা যখন গুগল ক্রোমের মাধ্যমে কোনও ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করবে তখন ক্রোমই তাদের সতর্ক করে দেবে। এতে প্রতারণা থেকে বাঁচবে গ্রাহকরা।
সূত্র: বিবিসি