লাইফস্টাইল
গরমে স্কার্ফ ব্যবহার করবেন কীভাবে

গরমকালে স্টাইল মেনটেন করে চলা কিন্তু সহজ নয়। আরামপ্রদও হবে আবার দেখতে ফ্যাশনেবলও লাগবে এমন পোশাক বাছতে হয়। সেইসঙ্গে শীতকালে যেসব বাড়তি জিনিস দিয়ে অনায়াসেই নিজের স্টাইলে নতুনত্ব আনা যায়, গরমকালে কিন্তু তেমনটা হয় না। যেমন স্কার্ফ। শীতকালে আপন পোশাকের ম্যাচিংয়ে নানান ধরনের কালারফুল স্কার্ফ পরতেই পারেন। কিন্তু গরমকালে? স্টাইল এক্সপার্টরা বলছেন, গরমকালেও আপনার ফ্যাশনে বাড়তি মাত্রা যোগ করতে পারে স্কার্ফ। শুধু জানতে হবে, কীভাবে ব্যবহার করবেন তাকে।
যদি গতানুতিক লুকের বাইরে বেরোনোর জন্য স্কার্ফ পরতে চান, তাহলে এটিকে শুধু গলায় জড়িয়ে নেবেন না। বরং একে বেল্টের মত কোমরে পরতে পারেন। সেক্ষেত্রে স্কার্ফ প্রিন্টেড হলে ভালো হয়। বড় এবং আয়তাকার স্কার্ফ হলে ভালো দেখাবে।