প্রযুক্তি
গ্রামীণফোনের যত অনিয়ম

ঢাকা: শুধু যে প্রতারণা আর প্রতিশ্রুতি ভঙ্গ তাই নয়, মূল উদ্যোক্তাকেই বলতে গেলে জোড় করে তাড়িয়ে দিয়েছে গ্রামীণফোন বা তাদের মূল প্রতিষ্ঠান টেলিনর। ইকবাল কাদির নামের ওই ব্যক্তি-ই ছিলেন বর্তমানের এই জায়ান্ট মোবাইল ফোন কোম্পানিটির স্বপ্নদ্রষ্টা। নিজে খুব বেশি অর্থলগ্নি করতে না পারায় পেয়েছিলেন মাত্র ৪ দশমিক ৫ ভাগ শেয়ার। তাও শেষ পর্যন্ত থাকতে দেয়নি টেলিনর। তাঁকে পরিচালনা পর্ষদে তো নেয়া হয়ইনি বরং তাঁর শেয়ার কেড়ে নিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। ক্ষোভে দুঃখে দেশ ছেড়ে চলে যান ইকবার কাদির। টেলিনর গ্রুপ এই কাজ করে ২০০১ সনে বিএনপি-জামায়াত জোট সরকার গঠনের পর। টেলিনরের এই কাজে সায় ছিল ড: ুমুহাম্মদ ইউনূসেরও।