ব্যবসা ও বাণিজ্য
গ্রাহক চাহিদার শীর্ষে ওয়ালটনেরএলইডি ও স্মার্ট টিভি

ঢাকা: আসছে ঈদ এবং ফুটবল বিশ্বকাপ। ঈদ এবং বিশ্বকাপ উপলক্ষ্যে জমে উঠেছে দেশের টেলিভিশন বাজার। সারা দেশে ব্যাপক বিক্রি হচ্ছে টেলিভিশন। বিশেষ করে, দেশীয় ব্র্যান্ড ওয়ালটন টেলিভিশনের বিক্রি বেড়েছে উল্লেখযোগ্যহারে। বাজারে সাশ্রয়ী মূল্যে বৈচিত্র্যময় ডিজাইন ও কালারের আন্তর্জাতিকমান সম্পন্ন টেলিভিন নিয়ে আসায় গ্রাহক চাহিদার শীর্ষে রয়েছে ওয়ালটন টিভি।