বিনোদন
চাঁদের দেশে চলে গেলেন চাঁদনি

মুম্বাই: মাত্র ৫৫ বছর বয়সেই পরলোকে গমন করলেন বলিউড ডিভা শ্রীদেবী৷শনিবার রাতে দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে৷শ্রীদেবীর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে৷রীতেশ দেশমুখ, রাজকুন্দ্রা, সুস্মিতা সেন, করিনা কাপুর সহ আরও অনেকেই টুইটারে শোকপ্রকাশ করেছেন৷
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুরকে সঙ্গে নিয়ে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন বলিউডের এই সুপারস্টার৷ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর৷
তার ঝুলিতে ৩০০ ছবি। ৫০ বছরেরও বেশি সময় দাপিয়ে বেড়াচ্ছেন রুপোলি পরদায়। তবে তাঁর হাসির ঝরনায় এতটা পথ পেরিয়ে আসার কোনও ছাপ পড়েনি।৬০-এর দশকে বলিউডে পা রেখেছিলেন শ্রীদেবী। ১৯৬৩ সালে তামিল ছবি ‘আম্মা আয়াঙ্গার’ সিনেমায় অভিনয় করে রুপালি দুনিয়ায় আসেন তিনি।