বাণিজ্য বার্তা
চায়ের দোকানদার পেলেন নতুন গাড়ি!

এবার ওয়ালটন টেলিভিশন কিনে নতুন গাড়ি পেয়েছেন চুয়াডাঙ্গার মো. বাবলু হোসনে। কিস্তিতে ওয়ালটন টিভি কিনে নতুন গাড়ি পেয়ে চায়ের দোকানদার বাবলুর ঘরে এখন চাঁদের হাট।
বৃহস্পতবিার (২০ সেপ্টেম্বের, ২০১৮) বাবলু হোসনের হাতে নতুন গাড়ির চাবি তুলে দেন ওয়ালটনের নির্বাহী পরচিালক মো. নজরুল ইসলাম এবং মো. হুমায়ুন কবীর।
উল্লখ্যে, অনলাইনে দ্রুত ও র্সবােত্তম বিক্রয়ত্তোর সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশে ডিজিটাল ক্যাম্পইেন চালাচ্ছে ওয়ালটন। চলতি বছরে এর আগওে দুই দফা চলছেে এই ক্যাম্পইেন। দুই সিজনেই ব্যাপক গ্রাহকপ্রিয়তা পাওয়ায় ১ সেপ্টেম্বের থেকে ডিজিটাল ক্যাম্পইেন -৩ শুরু হয়েছে।