লাইফস্টাইল
চুল কালো রাখতে এই জিনিসগুলি মাথায় রাখুন

আজকালকার দিনে এক মাথা কালো চুলের প্রায় দেখাই মেলে না। স্টাইলের জন্য অনেক সময়েই আমরা চুলের প্রাকৃতিক কালো রঙের প্রায়ই পরিবর্তন করি। এছাড়াও অযত্নে অবহেলায় বা রাস্তার ধুলোবালির ফলে আমাদের চুল লালচে হয়ে যায়। আবার অনেকের জন্মগতভাবেই চুল লালচে হয়। অনেক সময় বেশি রোদে ঘোরাঘুরির জন্য চুলের রঙের পরিবর্তন ঘটে। তবে একবার চুলের কালো রং হারিয়ে গেলে সহজে তা ফিরে পাওয়া যায় না। তবে কিছু ঘরোয়া উপায়ের ফিরে আসতে পারে আপনার চুলের স্বাভাবিক রং।