রাজধানী
ছিনতাইকারীরা কেড়ে নিল ২ জনের প্রাণ

ঢাকা: রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে নারীসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরের দিকে রাজধানীর সায়েদাবাদ ও ধানমণ্ডি এলাকায় দুটি পৃথক ঘটনায় তারা নিহত হন।
নিহত ইব্রাহিম (৩৩) খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার মৃত বজলুর রহমানের ছেলে। অন্যদিকে নিহত হেলেনা বেগম (৩৫) রাজধানীর কলাবাগানের গ্রিন কর্নার এলাকার মনিরুল ইসলাম মন্টুর স্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ীসংলগ্ন সায়েদাবাদ রেলগেটের পাশে ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত হন ইব্রাহিম। আহতাবস্থায় তাকে পুরান ঢাকার সালাউদ্দিন হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন তিনি সকাল ৬টার দিকে মারা যান।
অপরদিকে ধানমণ্ডি থানার এসআই নয়ন কুমার চক্রবর্তী জানান, হেলেনা বেগম ভোরের দিকে ধানমণ্ডি ৬ নম্বর রোড ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারে থাকা কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দিয়ে ছিনিয়ে নেওয়ার সময় তিনি প্রাইভেটকারের সামনে পড়ে যান। তখন ছিনতাইকারীরা তাকে প্রাইভেটকারের নিচে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন হেলেনাকে উদ্ধার করে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নতুন বার্তা/কেকে