রাজনীতি
‘জনগণ তাদের ‘গণেশ’ উল্টে দেবে’

ঢাকা: আইয়ুব খানের যেভাবে পতন হয়েছে, এরশাদের যেভাবে পতন হয়েছে সেভাবে এই সরকারের পতন হবে- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এ কথা। কোনো একনায়ক, অত্যাচারী বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। পতন তার হবেই হবে। বেগম খালেদা জিয়ার আন্দোলনে জনগণকে স্রোতের মতো নিয়ে আসতে হবে, সুনামি সৃষ্টি করতে হবে। কারণ সুনামির কাছে অস্ত্র পরাজিত হতে বাধ্য।