ব্যবসা ও বাণিজ্য
জাপানি লাইফস্টাইল ব্র্যান্ড মিনিসো বাংলাদেশ

ঢাকা: সুপরিচিত জাপানি লাইফস্টাইল ব্র্যান্ড মিনিসো এখন বাংলাদেশে। সম্প্রতি বনানী ১১ নম্বরের, জি ব্লকের ৫ নম্বর বাড়িতে মিনিসো তাদের প্রথম ফ্ল্যাগশিপ স্টোরটি চালু করেছে।
জাপানি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র টাইকো ড্রামিং এর আওয়াজ দিয়ে শুরু হয় উদ্বোধন অনুষ্ঠান। এরপরপরই ছিল রিবন কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার আয়োজন। এসময় উপস্থিত ছিলেন মিয়াকি জুনইয়া, মিনিসো গ্লোবাল এর সহ-প্রতিষ্ঠাতা ও চীফ ডিজাইনার, মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, উপস্থাপিকা ও চিত্রনায়িকা মাসুমা রহমান নাবিলা, সংগীতশিল্পী মিনার রহমানসহ ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।