জাতীয়
জাফর ইকবালের শারীরিক অবস্থা নিয়ে সকালে ব্রিফ করবে আইএসপিআর

ঢাকা: বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানাবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
রোববার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
শনিবার দিবাগত রাত দেড়টায় এক ক্ষুদে বার্তায় আইএসপিআর জানায়, ‘অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ০৩ মার্চ ২০১৮ তারিখ ১১৫৮ ঘটিকায় সিএমএইচ ঢাকায় ভর্তি হন l বর্তমানে তিনি শঙ্কামুক্ত l পরীক্ষা নিরীক্ষা করার পর আগামীকাল সকাল ১১০০ ঘটিকায় বিস্তারিত তথ্য প্রদান করা হবে।’
এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বক্তৃতা প্রদান শেষে আইসিটি ভবনে আসার সময় পেছন থেকে তার বুকে, গলায় ও মাথায় ছুরি দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করে সেখানে একটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে শনিবার রাতে বিমানবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়।
নতুন বার্তা/এমআর