ক্রিকেট
টাইগারদের বড় জয়

ঢাকা: খুব বড় লক্ষ্য দাঁড় করাতে পারেননি। তাই বোলিংয়ের শুরু থেকেই আক্রমণাত্মক মাশরাফি। শুরুতেই বল তুলে দেন সাকিবের হাতে। অপরপ্রান্ত থেকে আক্রমণে আসেন নিজেই। দুই স্লিপ নিয়ে বল করতে থাকা মাশরাফিই এনে দেন প্রথম ব্রেকথ্রু। ৫ রানে হ্যামিল্টন মাসাকাদজা ফেরেন স্লিপে দাঁড়ানো সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে।