ঢাকার বাইরে
টাঙ্গাইলে ব্রিজ থেকে বাস নদীতে, আহত ২৫

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোলাবাড়ী ব্রিজ থেকে একটি যাত্রীবাহী বাস বংশাই নদীতে পড়ে গেছে। এ পর্যন্ত ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসটিতে মোট ৩৫ জন যাত্রী ছিল।
মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে মধুপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে শহীদস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত সাত শিক্ষার্থী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখনো উদ্ধার কাজ চলছে।
নতুন বার্তা/এমআর