দৈনিক ভালো খবর
টিফিনের টাকা বাঁচিয়ে এক লাখ বৃক্ষ রোপন করলো শিক্ষার্থীরা

“সবুজের জয়গানে, এসো মিলি প্রাণে প্রাণে” এ স্লোগানের মধ্যদিয়ে নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে ১ লাখ ৫ হাজার বৃক্ষ রোপণ করেছে রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার শিক্ষার্থীরা ।
উল্লেখ্য, বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে জলবায়ু পরিবতর্নের বিরূপ প্রভাব মোকাবেলা করার জন্য ২০১৫ সাল থেকে জুবায়ের আল মাহমুদ রাসেল নামের এক তরুণ “একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে গাছ রোপণ” আন্দোলন শুরু করেন।
গত চারবছর এই আন্দোলনে দেশের ৭৫০টি স্কুলের লাখো শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে রাজশাহীর চারঘাট ও বাঘা, পাবনার ঈশ্বরদী, নাটোরের বড়াইগ্রাম, সিলেটের বিয়ানীবাজার ও খুলনার দিঘলীয় উপজেলার শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়ে প্রায় আড়াই লাখ বৃক্ষ রোপণ করে।
সর্বশেষ এবছর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ সেপ্টেম্বর ১ লাখ ৫ হাজার গাছ রোপণ করেছে চারঘাট এবং বাঘার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এনিয়ে গত পাঁচ বছরে গাছের সংখ্যা দাঁড়ালো সাড়ে ৩ লাখ।