দৈনিক ভালো খবর
ডাব্লিউএসআইএস ফোরামে পুরস্কার পেল বাংলাদেশ

সুইজারল্যান্ডের জেনেভায় ডাব্লিউএসআইএস’র (ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি) ফোরামের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রতিনিধিদের হাতে ডাব্লিউএসআইএস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০১৯ তুলে দেওয়া হয়।
বাংলাদেশ এই পুরস্কার পেয়েছে ইনফো সরকার প্রকল্প-৩-এর জন্য। এর আগে প্রদর্শনী উদ্বোধন করেন ‘ডাব্লিউএসআইএস ফোরাম-২০১৯’-এর চেয়ারম্যান ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
১৫০টির বেশি দেশের ১০০ জনেরও বেশি মন্ত্রী এবং উপমন্ত্রীসহ তিন হাজারের বেশি প্রতিনিধির অংশগ্রহণে এই ফোরাম শুরু হয়েছে। ‘টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে ৮ এপ্রিল থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
বিশ্বব্যাপী জাতিসংঘের বহুমাত্রিক অংশীদারদের প্ল্যাটফর্ম ডাব্লিউএসআইএস ফোরাম-২০১৯ এর চেয়ারম্যান হিসেবে মোস্তাফা জব্বার এবং ফোরামের কো-চেয়ারম্যান আইটিইউ মহাসচিব হাউলিন ঝাউ সোমবার প্রদর্শনী উদ্বোধন করেন।
আইটিইউ, ইউনেস্কো, ইউএনডিপি এবং ইউএনসিটিএডি’র যৌথ উদ্যোগে আয়োজিত জাতিসংঘের এরকম কোনো সামিটের চেয়ারম্যান হওয়ার ঘটনা দেশের ইতিহাসে এটিই প্রথম।