খেলা
তামিম ইকবালঃ ক্রিকেটের ফিনিক্স পাখি!

কামরুজ জামান ঃ কখনো কি ভেবে দেখেছেন? দেশপ্রেম আর মনের জোর কত টা তীব্র হলে আহত হয়ে ও দেশের জন্য ব্যাট হাতে ২২ গজের এই যুদ্ধ ক্ষেত্রে দাঁড়ানো যায়!
হ্যাঁ। ঠিক ধরেছেন! তামিম ইকবালের কথাই বলছি। তামিম ইকবাল টিম বাংলাদেশের হয়ে যিনি এক ফিনিক্স পাখির মত বারংবার জেগে উঠেন। দেশের জন্য বুক চিতিয়ে লড়াই করার যে দৃষ্টান্ত আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা দেখিয়েছিলো। ঠিক যেন তাদের যোগ্য উত্তরসূরি তামিম ইকবাল। দেশের পতাকা কে বিশ্বের মানচিত্রে জায়গা দিতে জীবন কে করে তুচ্ছ।
জয়তু তামিম ইকবাল! জয়তু ক্রিকেট!