রাজধানী
তিনদিনের ফ্রিডম উইল ফেস্ট শুরু

ঢাকা: আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এর পরিবেশনায় শুরু হলো তিনদিনব্যাপী উইল ফেস্ট। ওমেন ইন লিডারশীপ (উইল) এর আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় হচ্ছে এই উৎসব যাতে থাকছে নারী বিষয়ক নানা আয়োজন । থাকছে ওমেন লিডারশীপ সামিট, ইন্সপায়ারিং ওমেন এওয়ার্ড, ফ্রিডম অব চয়েস এক্সিবিশন, নারীর ক্ষমতায়ন সম্পর্কিত নানাবিধ আলোচনা এবং তরুন নারী উদ্যোক্তাদের জন্য স্টার্টাপ টক বা আলোচনা।