দৈনিক ভালো খবর
‘তিন মাসে বিমানের লাভ ২৭৩ কোটি টাকা’

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৭৩ কোটি টাকা লাভ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে এই লাভ হয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, ‘বিমানে অনেক অব্যবস্থাপনা ছিল; সেগুলো নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ বিমান এখন লাভ করছে। সঠিক ব্যবস্থাপনার কারণে এ বছর হজ ফ্লাইটে সমস্যা হয়নি।’
(১৭ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারী টেলিভিশনে অনুষ্ঠিত টকশো ‘একাত্তর জার্নাল’- এ ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।