বিদেশ
তুরস্কে সামরিক বিমান বিধ্বস্ত: ২ পাইলট নিহত

আঙ্কারা: তুরস্কের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বিমানটি আজ (শুক্রবার) পশ্চিমাঞ্চলীয় তুরস্কে বিধ্বস্ত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, হালকা বিমানটি প্রশিক্ষণের জন্য আকাশে ওড়ার খানিক পরই বিধ্বস্ত হয়। পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছাকাছি বিমানঘাঁটি সিগিলি থেকে এটি আকাশে উড়েছিল।
বিমানঘাঁটি থেকে তিন মাইল উত্তরে বিমানের ধ্বংসাবশেষ এবং নিহত দুই পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনা স্থলে পুলিশ এবং জরুরি সেবা বিভাগের কয়েকটি গাড়ি দেখা গেছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ খবরে উল্লেখ করা হয় নি।
নতুন বার্তা/এমআর