খেলাহোমপেজ স্লাইড ছবি
দিন বদলের ডাকে বার্সেলোনা

শেষ কবে এমন বাজে ভাবে মৌসুম শেষ হয়েছিলো তা হয়তো ভুলেই গেছে বার্সেলোনা। একে একে হাতছাড়া হয়েছে লা লিগা, কোপা দেলরে, সুপার কোপা। শেষ ভরসা যেটা ছিলো, সেই চ্যাম্পিয়ন্স লিগও উড়ে গেছে বায়ার্ন মিউনিখ ঝড়ে। দুঃস্বপ্নের সেই রাতের পর চিড় ধরেছে বার্সার কাঠামোতে। খেলোয়াড়-কোচের মধ্যে আমূল পরিবর্তনে হাঁটছে কাতালান জায়ান্টরা।
ট্রফিহীন মৌসুমের পর কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে কোচ কিকে সেতিয়েনকে। কোচের চেয়ার অবশ্য খুব বেশি সময় ফাঁকা রাখেনি বার্সা। নিয়োগ দেয়া হয়েছে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ রোনাল্ড কোম্যানকে। বার্সার সাবেক এই সেনার সাথে দুই বছরের চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্টরা। গুঞ্জন আছে, ফুটবলার ছাটাইয়েও আসবে আমূল পরিবর্তন। ব্লু- গ্রানার হারানো সম্মান ফিরিয়ে আনতে কোম্যানের উপর বর্তেছে গুরুদায়িত্ব। টালমাটাল পরিস্থিতি কাটিয়ে নতুন চ্যালেঞ্জে ডাচম্যান কতটা সফল হবেন সেটাও এখন ‘টক অব দ্য টাউন’!
সেতিয়েনের বিদায়ের পর মেসির দলবদল নিয়েও সরগরম ছিলো বিশ্বগণমাধ্যম। বার্সার শোচনীয় পরাজয়ে মেসি ছাড়তে পারেন দীর্ঘদিনের ঠিকানা। তবে কোম্যানের উপস্থিতিতে সে আলোচনা অনেকটাই কমে এসেছে। নতুন কোচের ছকে নাকি আর্জেন্টাইন তারকা-ই মূল স্তম্ভ। সিনিয়র খেলোয়াড়দের কাটা পড়ার খবর থাকলেও সেই তালিকায় নেই এলএমটেন। খুদে জাদুকরের সাথে টিকে যেতে পারেন ডেম্বেলে, গ্রিজম্যান, ডি ইয়ংসহ সাত ফুটবলার। বার্সার একাডেমি থেকে উঠে আসা আনসু ফাতি, রিকি পুজদের নিয়ে আছে আলাদা পরিকল্পনা। তারুণ্য নির্ভর দল গড়তে আগ্রহী রোনাল্ড কোম্যান।
বুড়োদের ছাটাই করার লিস্টে আছেন বুস্কেটস, পিকে, আলবা, সুয়ারেজের মতো অভিজ্ঞরা। এবারের ট্রান্সফার উইন্ডোতে মানানসই প্রস্তাব পেলেই বিক্রি করে দেবে বার্সা। শূন্যস্থান পূরণে দলবদলে চোখ বার্সার। ক্লাবকে ঢেলে সাজাতে বিশ্বসেরাদের অন্তভূক্তিতে চোখ স্পেনের সফলতম ক্লাবটির। ফলে আলোচনায় ছিলেন নেইমার। মেসির নজরও ছিলো ব্রাজিলিয়ান তারকার ফিরে আসাতে।
নতুন খবর, নেইমারকে নিয়ে বার্সার খুব বেশি আগ্রহ নেই। বার্সাকে নতুন করে সাজাতে লউতারো মার্টিনেজে ফোকাস কাতালানদের। আর্জেন্টাইন সেনশেসনকে ন্যু ক্যাম্পে ভেড়াতে তোরজোর চলছে বহুদিন ধরেই। কোম্যানের প্লানেও নাকি আছেন ইন্টার মিলান তারকা। দিনবদলের ডাকে কতটা সফল হবে ব্লু-গ্রানা, তার উত্তর সময়ের হাতে তোলা।
- মঞ্জুর দেওয়ান