আইন-আদালত
দুদক ৭ বছরের কারাদণ্ড চাইল খালেদা জিয়ার

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্কের সারমর্ম উপস্থাপন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাত বছরের কারাদণ্ড চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আজ মঙ্গলবার দুপুরে এ মামলার প্রথম রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক তুলে ধরে বক্তব্য দেন।
এসময় তিনি ৩২ জন আসামির সাক্ষ্য গ্রহণের বিষয় এবং মামলার সারমর্ম তুলে ধরেন।
রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসায় স্থাপিত পাঁচ নম্বর বিশেষ আদালতে এই যুক্ততর্ক উপস্থাপন হয়।
মোশাররফ হোসেন কাজল বলেন, কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে থাকা অবস্থায় ট্রাস্ট গঠন করতে পারেন না। কারণ তিনি ১৬ কোটি মানুষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আর এ কারণেই তিনি ব্যক্তিগত স্বার্থে ট্রাস্ট গঠন করতে পারেন না।