দৈনিক ভালো খবর
দেশে প্রথম মেয়েদের আবাসিক হোটেল

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ এর উদ্যোগে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে দেশের প্রথম মেয়েদের আবাসিক হোটেল। মাত্র ৭১ টাকায় থাকতে পারবেন প্রতি রাত।
চাকরি বা অন্যান্য পরীক্ষার জন্য ঢাকায় আসতে হয় মেয়েদের। ফেরার উপায় না দেখে রেলস্টেশন কিংবা বাস স্ট্যান্ডে রাত কাটাতে হয় মেয়েদের। ঢাকায় নিকটাত্মীয় না থাকায় চাকরী কিংবা ভর্তির সুযোগ মিস করছেন অনেকে, আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে এসে বিপদে পড়ে যান, কিছু বাজে ঘটনার পর রাতের জার্নিতে ভয় পান অনেকেই।
তাঁদের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাবসিডি প্রজেক্ট বাসন্তী নিবাস। যাতে রক্ষা পেতে পারে অনেকগুলো স্বপ্ন এবং রচিত হতে পারে নারী স্বাধীনতার আরেকটি ধাপ। উৎসাহী বোর্ডারদের 01844546000 নাম্বারে যোগাযোগ করে বুকিং দিতে হবে।
উল্লেখ্য এই হোটলের সকল কর্মকর্তা কর্মচারী হচ্ছেন নারী।